সাংবাদিককে ধরতে বিমান ঘুরিয়ে নিলো বেলারুশ

0
2

আন্তর্জাতিক ডেস্ক
বেলারুশ সরকারের কট্টর সমালোচক বলে পরিচিত স্থানীয় নেক্সটা মিডিয়া নেটওয়ার্কের সাবেক সম্পাদক রোমান প্রোতাসেভিচ। তাকে গ্রেফতার করতে বেলারুশ কর্তৃপক্ষ গ্রিস থেকে লিথুয়ানিয়াগামী একটি ফ্লাইট ঘুরিয়ে নিয়েছে তাদের দেশে। বিমানে বোমা থাকার কথা বলে ফ্লাইটটি ঘুরিয়ে নেয়া হয়। বিবিসি।

নেক্সটা মিডিয়া নেটওয়ার্ক জানিয়েছে, ফ্লাইটটিতে থাকা রোমান প্রোতাসেভিচকে আটক করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বলছে, বোমা আতঙ্কে বিমানটিকে রাজধানী মিনস্কে ফিরিয়ে আনা হয়েছে। যদিও সেটিতে কোনো ধরনের বিস্ফোরক দ্রব্য পাওয়া যায়নি। জানা গেছে, রবিবার রায়ান এয়ারের এফআর-৪৯৭৮ ফ্লাইটটি গ্রিসের রাজধানী এথেন্স থেকে লিথুয়ানিয়ার ভিলনিয়াসের উদ্দেশ্যে যাচ্ছিল। কিন্তু লিথুয়ানিয়া সীমান্তে প্রবেশের ঠিক আগ মুহূর্তে এটিকে বেলারুশের রাজধানী মিনস্কের দিকে ডাইভার্ট করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, ফ্লাইটটিতে ১৭১ জন যাত্রী ছিলেন। বেলারুশ এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে পাইলটদের বার্তা পাঠানো হয় যে ফ্লাইটে নিরাপত্তা হুমকিমূলক দ্রব্য রয়েছে। তাই এটিকে নিকটবর্তী মিনস্ক বিমানবন্দরে ঘুরিয়ে নিতে হবে। এদিকে, এ ঘটনায় বেলারুশের বিরুদ্ধে ‘রাষ্ট্রীয় সন্ত্রাসের’ অভিযোগ তুলে ক্ষোভ জানিয়েছে ইউরোপীয় দেশগুলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here