সাগরে লঘুচাপ, সপ্তাহ শেষে বৃষ্টি হতে পারে

0
2

নিজস্ব প্রতিবেদক
সাগরে লঘুচাপ দেখা দেয়ায় সপ্তাহ শেষে বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সূত্র জানায়, সাগরে লঘুচাপ সৃষ্টির মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে যে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা আরও দুই-তিন দিন থাকবে বলে আভাস পাওয়া গেছে। এরপর শ্রাবণের শুরুতেই বৃষ্টি হতে পারে।

উত্তর অন্ধ্রপ্রদেশ-দক্ষিণ উড়িষ্যা উপকূলের অদূরবর্তী পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। লঘুচাপের মধ্যে তাপপ্রবাহে অসহনীয় গরমের অতিষ্ঠ নাগরিক জীবন।

আবহাওয়াবিদ শাহীনুল গণমাধ্যমকে জানান, ‘এটি উড়িষ্যা উপকূলেই উঠে যাবে। নিম্নচাপে রূপ নেয়ার শঙ্কা নেই। তবে দেশে বিরাজমান তাপপ্রবাহ আরও দুদিন থাকবে। কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি থাকবে। এ জন্য ভ্যাপসা গরম অনুভূত হবে।’

মৌসুমী বায়ু এখন ‘কম সক্রিয়’ রয়েছে জানিয়ে তিনি বলেন, ১৫ জুলাইয়ের দিকে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here