সামার স্কার্ফ বাঁধার স্টাইল

0
1

বিনোদন প্রতিবেদক
আজকাল সিঙ্গেল কামিজ, কুর্তি লঙ গাউন ধাঁচের পোশাক, শার্ট প্যাটার্নের কুর্তি, স্কার্ট-টপস, জিন্সের সাথে টি-শার্ট বা শার্ট কিংবা ফতুয়ার সঙ্গে ফ্যাশন সচেতন তরুণীরা পরছেন স্কার্ফ।

একরঙা হোক, কী প্রিন্টের, কী এমব্রয়ডারি- একটা সুন্দর স্কার্ফ কিন্তু একটা মলিন বা একটু কম সুন্দর ড্রেসের সম্পূর্ণ লুকটাই বদলে দিতে পারে।

ফ্যাশন অনুষঙ্গ হিসেবে স্কার্ফ বেশ জনপ্রিয় তাই এই গরমে কয়েকটা স্কার্ফ সবসময় রাখুন নিজের ওয়ার্ডরোবে। যেমন খুশি বাঁধুন, আর একটা কথা সবসময় মনে রাখবেন, ‘দেয়ার ইজ নো রং ওয়ে টু ওয়্যার অ্যা স্কার্ফ!’ চলুন জেনে নিই কয়েকটি স্কার্ফ বাঁধার স্টাইল।

প্রথমেই দ্য ‘ব্যান্ডানা’ স্টাইল। গরমকালে চুল খুলে রাখলেই গরম লাগে। এক্ষেত্রে একটি উজ্জ্বল রঙের বা প্রিন্টের স্কার্ফ খোলা চুলের উপরেই মাথায় বেঁধে নিতে পারেন হেয়ারব্যান্ডের মতো করে।

গরমে হাতকাটা জামা অনেকে মেয়েরই পছন্দের পোশাক। জামার রঙের সঙ্গে মানানসই একটা স্কার্ফকে তিন কোণা করে ভাঁজ করে পেছন দিয়ে কাঁধের উপর ফেলে দিন। কোণা দুটো সামনে নিয়ে এসে ‘বো’ বাঁধার মতো করে বেঁধে নিন। এটাই হলো দ্য টাইনি কেপ।

ফর্মাল পোশাকের সঙ্গেও দারুণ মানিয়ে যায় স্কার্ফ। সাদা, কালো বা নীল চেকস প্রিন্টের স্কার্ফ শার্টের সঙ্গে গলায় বেঁধে নিতে পারেন ‘বো টাই’-এর মতো করে। অন্যদিকে, ডেনিমের প্যান্ট আর শার্ট সবসময়ই ‘ইন’। খানিকটা ভিন্ন লুক আনতে নীল ডেনিমের প্যান্ট-শার্টের সঙ্গে গলায় বেঁধে নিতে পারেন ফ্লোরাল প্রিন্টের স্কার্ফ।

ফ্যাশনে যারা সাহসী এবং এক্সপেরিমেন্ট করতে ভালোবাসেন, তারা ডেনিমের সাথে একরঙা ট্যাঙ্ক টপ কিংবা টি-শার্ট পরে কোমড়ে বেল্টের স্থানে জড়িয়ে নিতে পরেন উজ্জ্বল রঙের প্রিন্টের কোনো স্কার্ফ। এবং বড় একটা ‘বো’ বেঁধে কোমড়ের একপাশে ঝুলিয়ে দিন শেষের অংয়শটুকু।

সবশেষে একটু অন্য রকম ফ্যাশন করতে চাইলে একরঙা সাইড ব্যাগের স্ট্র্যাপে বেঁধে নিতে পারেন সম্পূর্ণ কনট্রাস্ট রঙের কোনো স্কার্ফ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here