নিজস্ব প্রতিবেদক
দেশে করোনা সংক্রমণে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছেন তিন হাজারের বেশি মানুষ। আর পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১২ শতাংশের বেশি।
১৩ জানুয়ারী বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টার এসব তথ্য স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে মোট ২৭ হাজার ৪৮৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ১২ দশমিক শূন্য ৩ শতাংশ। নতুন শনাক্ত রোগীর সংখ্যা ৩ হাজার ৩৫৯। এর মধ্য দিয়ে দেশে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৪ হাজার ৬৬৪।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ১২ জনের মধ্যে ৬ জন পুরুষ ও ৬ জন নারী। তাঁদের আটজনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে আর চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে একজন করে।