বাসস
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টানা তিনটি ম্যাচে জয়ের মাধ্যমে টি-টোয়েন্টি সিরিজ জেতায় বাংলাদেশ ক্রিকেট টিমের সকল সদস্য ও ম্যানেজমেন্ট সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
টাইগার্সদের জয়ের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন। শুক্রবার (৬ আগস্ট) রাতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রেস উইং এ কথা জানায়।
বাংলাদেশ ক্রিকেট দল বিজয়ের এই ধারা ভবিষ্যতেও অব্যাহত রাখবে বলে শেখ হাসিনা আশা প্রকাশ করেন। সিরিজ জয় করায় বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়দের পাশাপাশি কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।
প্রথমবারের মতো টি-টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় করলো বাংলাদেশ।