বিনোদন প্রতিবেদক
‘সোনার চর’ নামের আরও একটি নতুন ছবিতে চুক্তিবদ্ধ হলের চিত্রনায়ক জায়েদ খান। তবে এই ছবিতে তার নায়িকা কে হচ্ছেন তা এখনো ঠিক হয়নি। ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী, অভিনেতা ওমর সানী ও শহীদুজ্জামান সেলিমসহ আরও অনেকে।
জানা গেছে, ‘সোনার চর’ ছবির নায়িকা কে হবেন তা নিয়ে চূড়ান্ত আলোচনা চলছে। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে সিনেমাটির শুটিং শুরু হবে। এক্সেল ফিল্মসের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন প্রযোজক জাহাঙ্গীর সিকদার। আর পরিচালনায় রয়েছেন নির্মাতা জাহিদ হোসেন।
প্রযোজক জাহাঙ্গীর সিকদার বাংলাদেশ প্রতিদিনকে জানিয়েছেন, আশা করছি দ্রুতই ছবির নায়িকা কে হচ্ছেন তা জানাতে পারবো। এই ছবিতে জনপ্রিয় অভিনেত্রী মৌসুমিকে নায়িকার বোনের ভূমিকায় দেখা যাবে। সব কিছু ঠিক থাকলে সেপ্টেম্বরের মাঝামাঝিতে ক্যামেরা ওপেন হবে।
উল্লেখ্য, সম্প্রতি ‘জখম’ শিরোনামের একটি ছবিতে জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসের বিপরীতে শুটিং শুরু করেছেন চিত্রনায়ক জায়েদ খান। ছবিটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া। অপূর্ব রানা পরিচালিত এই ছবিতে আরও দেখা যাবে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকেও।