সোনার দাম বাড়ছে ভরিতে ১,৮৬৭ টাকা

0
10

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক বাজারে সোনার দাম বেড়ে যাওয়ায় দেশেও দাম সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। তাতে একলাফে সোনার দাম ভরিতে বাড়ছে ১ হাজার ৮৬৭ টাকা। তাতে প্রতি ভরির দাম দাঁড়াবে ৭৫ হাজার টাকা। নতুন এই দর আজ বৃহস্পতিবার থেকে সারা দেশে কার্যকর হবে।

জুয়েলার্স সমিতির মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার বিষয়টি জানানো হয়েছে। সর্বশেষ গত ১৬ ডিসেম্বর সোনার দাম ভরিতে ১ হাজার ১৬৬ টাকা কমিয়েছিল বাজুস। তার আগে ১৩ নভেম্বর দাম বেড়েছিল ২ হাজার ৩৩৩ টাকা।

জুয়েলার্স সমিতির তথ্যানুযায়ী, দাম বৃদ্ধি পাওয়ায় আজ থেকে ২২ ক্যারেটের এক ভরি সোনার অলংকার কিনতে লাগবে ৭৫ হাজার টাকা। এ ছাড়া ২১ ক্যারেট ৭১ হাজার ৬৭৫ টাকা, ১৮ ক্যারেট ৬১ হাজার ৮১৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার অলংকারের ভরি বিক্রি হবে ৫১ হাজার ২০৫ টাকায়।

এদিকে সোনার দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত রেখেছে জুয়েলার্স সমিতি। ২২ ক্যারেট রুপার ভরি আগের মতোই ১ হাজার ৫১৬ টাকায় বিক্রি হবে। ২১ ও ১৮ ক্যারেট রুপার ভরি যথাক্রমে ১ হাজার ৪৩৫ ও ১ হাজার ২২৫ টাকা। আর সনাতন পদ্ধতির রুপার ভরি ৯৩৩ টাকায় বিক্রি হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here