নিজস্ব প্রতিবেদক
চরফ্যাশন উপজেলার জিন্নাগড় ইউনিয়নে পঞ্চম শ্রেণী পড়ুয়া এক স্কুল ছাত্রীকে যৌন নিপিড়নের অভিযোগে থানায় মামলা হয়েছে। মঙ্গলবার (৮ মে) সন্ধ্যায় ওই ছাত্রীর মা বাদী হয়ে নিপীড়ক বাহাউদ্দিনকে (৪০) আসামী করে চরফ্যাশন থানায় মামলাটি দায়ের করেছেন।
পুলিশ নিপীড়ককে গ্রেফতার করে গতকাল বুধবার আদালতে সোপর্দ করেছে। সে জিন্নাগড় ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং স্থানীয় ঔষধ ব্যবসায়ী।
ভিক্টিমের মা জানান, তার মেয়েসহ এলাকার আরো কিছু ছেলে মেয়ে দীর্ঘ এক বছর যাবত বাহাউদ্দিনের কাছে প্রাইভেট পড়ে আসছে। প্রতিদিনের ন্যায় সোমবার বিকেলে তার মেয়ে প্রাইভেট পড়তে গেলে পড়া শেষে অন্য শিক্ষার্থীদের ছুটি দিলেও ঔষধের দোকান পরিস্কারের কথা বলে সে তার মেয়েকে রেখে দেয়। পরে দোকানের পিছনের অংশে নিয়ে সে তার মেয়ের শ্লিলতা হানি ও ধর্ষণের চেষ্টা করে।
এসময় মেয়ে চিৎকার দিলে বাহাউদ্দিন তাকে ছেড়ে দেয়। বাড়ি এসে মেয়ে ঘটনাটি তার মাকে জানায়।
চরফ্যাশন থানার ওসি মনির হোসেন মিয়া জানান, এ ঘটনায় মামলা হয়েছে। মামলার এজাহার ভুক্ত আসামী বাহাউদ্দিনকে আদালতে সোপর্দ করা হয়েছে।