১৮ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপ মঞ্চে নামিবিয়া

0
4

ড়া প্রতিবেদক
নামিবিয়া শেষবার বিশ্বকাপ খেলেছিল ২০০৩ ওয়ানডে বিশ্বকাপে। বর্তমান অধিনায়ক গেরহাড ইরাসমাস তখন ৭ বছরের শিশু। ১৮ বছর পর ফের বিশ্বকাপ মঞ্চে খেলার সুযোগ পেল নামিবিয়া। টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ আবুধাবি স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ দিয়ে সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাবে ইরাসমাসের দল।

সুপার টুয়েলভে উঠতে গ্রুপ ‘এ’ তে চার দলের মধ্যে পরিষ্কার ফেভারিট শ্রীলঙ্কা। বাকি দুই দলের আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডস বিশ্বকাপে নিয়মিত। তাই সে হিসেবে শক্তিমত্তায় তাদের থেকে বেশ পিছিয়ে নামিবিয়া।

তবে আগের সাফল্যকে পেছনে ফেলে রূপকথার গল্প লিখতে চায় আফ্রিকান দলটি। সে যাত্রায় অধিনায়ক ইরাসমাসের পাশাপাশি প্রত্যাশার চাপ থাকবে ডেভিড ভিজের। একসময়ে দক্ষিণ আফ্রিকা হয়ে নিয়মিত খেলা এই অলরাউন্ডার বিশ্বকাপে প্রতিনিধিত্ব করবে নামিবিয়ার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here