২৮ রানেই টাইগাররা হারিয়ে বসেছে ৩ উইকেট

0
1

ক্রীড়া প্রতিবেদক
দুশমন্ত চামিরা বল হাতে আগুন ঝরাচ্ছেন। তাতে পুড়ছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। মিরপুরে সিরিজের তৃতীয় ও শেষ ওযানডেতে লঙ্কান এই ডানহাতি এই পেসারকে খেলতে গিয়ে রীতিমত নাভিশ্বাস উঠছে স্বাগতিকদের। ২৮ রানেই তারা হারিয়ে বসেছে ৩ উইকেট।

চামিরার সর্বশেষ শিকার বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। যিনি বেশ দেখেশুনে খেলছিলেন, ৯ রানে ২ উইকেট হারানো দলকে লড়াইয়ে ফেরাতে যথাসাধ্য চেষ্টা করছিলেন। তামিমের আগে নাইম শেখ আর সাকিব আল হাসানকেও তুলে নিয়েছেন চামিরা। লিটন দাসের অব্যাহত বাজে ফর্মে ‘আলোচিত’ নাইম এই ম্যাচের একাদশে সুযোগ পেয়েছেন। কিন্তু ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবারের মতো ব্যাট হাতে নিয়ে দিলেন চরম ব্যর্থতার পরিচয়। ২ বলে মাত্র ১ রান করে দুশমন্ত চামিরার বলে স্লিপে ক্যাচ হয়েছেন বাঁহাতি এই ব্যাটসম্যান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here