৮৫৬ টাকা বাড়লেই সোনার ভরি লাখ টাকা

0
0

নিজস্ব প্রতিবেদক
দেশের বাজারে সোনার দাম ফের বেড়েছে। স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে এ দাম বাড়ানো হয়েছে। সব থেকে ভালো মানের সোনার দাম ভরিতে ১ হাজার ৫১৬ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। ফলে ভালো মানের প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ৯৯ হাজার ১৪৪ টাকা। এতে দেশের বাজারে অতীতের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ দামে পৌঁছেছে ধাতুটি।

রোববার (২ এপ্রিল) থেকে সোনার নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এই বৃদ্ধির ফলে আর মাত্র ৮৫৬ টাকা বাড়লেই সোনার ভরি এক লাখ টাকায় স্থির হবে।

নতুন মূল্য অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেট প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ১ হাজার ৫১৬ টাকা বাড়িয়ে ৯৯ হাজার ১৪৪ টাকা করা হয়েছে। দেশের বাজারে এর আগে কখনো এক ভরি সোনার দাম ৯৯ হাজার টাকা হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here