দুই সিনেমা দিয়ে এবার বড় পর্দায় যাত্রা শুরু প্রভার

0
3

বিনোদন প্রেতিবেদক
২০০৬ সালে মডেলিংয়ের মাধ্যমে শোবিজে কাজ শুরু করেন সাদিয়া জাহান প্রভা। অভিনয় শুরু ইফতেখার আহমেদ ফাহমি পরিচালিত ‘লস প্রজেক্ট’ নাটক দিয়ে। এরপর অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে দেখা গেছে প্রভাকে। তবে দেখা যায়নি কোনো সিনেমায়।

অবশেষে দুই দশকের ক্যারিয়ারে প্রথমবারের মতো নাম লেখালেন বড় পর্দায়। প্রভা অভিনয় করছেন সরকারি অনুদানের দুই সিনেমায়। একটি ঝুমুর আসমা জুঁই পরিচালিত ‘দুই পয়সার মানুষ’, অন্যটি সাদেক সিদ্দিকীর ‘দেনা পাওনা’। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘দেনা পাওনা’ অবলম্বনে সিনেমা নির্মাণ করছেন পরিচালক সাদেক সিদ্দিকী।

এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় নাম লেখালেন ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। এর আগে বেশ কয়েকটি সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেলেও শেষ পর্যন্ত সেগুলো ফিরিয়ে দিয়েছিলেন প্রভা। তবে এবার সরকারি অনুদানপ্রাপ্ত ‘দেনা পাওনা’ দিয়েই হচ্ছে তার রুপালি পর্দায় অভিষেক।

এর আগে এক অনুষ্ঠানে প্রভা আক্ষেপ করেছিলেন, চলচ্চিত্রে তার ভাগ্য ভালো নয়। একাধিক সিনেমা নিয়ে আলোচনা হলেও শেষ পর্যন্ত কোনোটিই শুটিং পর্যন্ত গড়ায়নি। তবে এবার সেই আক্ষেপ ঘুঁচতে চলেছে তার।

‘দুই পয়সার মানুষ’ সিনেমায় একজন আইনের ছাত্রী হিসেবে দেখা যাবে প্রভাকে। অন্যদিকে ‘দেনা পাওনা’য় অভিনেত্রীকে দেখা যাবে ‘নিরুপমা’ চরিত্রে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসনির্ভর এ সিনেমায় এক নারীর সংগ্রামী জীবন তুলে ধরবেন তিনি।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here