অধিনায়কের সেঞ্চুরিতে এগুচ্ছে শ্রীলঙ্কা

0
3

ক্রীড়া প্রতিবেদক
সেঞ্চুরি থেকে মাত্র ১৫ রান দূরে থেকে আজ দিনের খেলা শুরু করেছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুণারতেœ। এরপর প্রথম সেশনেই তুলে নিলেন সেঞ্চুরি। এতে ভর করে দিনের শুরুটা ভালোই হলো শ্রীলঙ্কার। আজ এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিজেদের প্রথম ইনিংসে ৩ উইকেট হারিয়ে ২৭২ রান সংগ্রহ করেছে লঙ্কানরা। বাংলাদেশের চেয়ে এখনও তারা ২৬৯ রানে পিছিয়ে। করুনারতেœ ১১৫ ও ধনঞ্জয়া ৩৯ রানে ব্যাট করছেন।
শনিবার ক্যান্ডির পাল্লেকেল্লে আন্তর্জাতিক স্টেডিয়ামে ৩ উইকেটে ২২৯ রান নিয়ে চলতি টেস্টের চতুর্থ দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা।
তাসকিন আহমেদের করা দিনের ১৩তম এবং ইনিংসের ৮৬তম ওভারে সেঞ্চুরি তুলে নেন আগের দিন ৮৫ রানে অপরাজিত থাকা করুনারতেœ। এটি তার টেস্ট ক্যারিয়ারের একাদশ এবং অধিনায়ক হিসেবে তৃতীয় এবং বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় সেঞ্চুরি। ২৪৭ বল খেলে এই সেঞ্চুরি করার পথে ৮টি বাউন্ডারি হাঁকিয়েছেন তিনি। এর আগে ৭ উইকেট হারিয়ে ৫৪১ রান তোলার পর নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করেছিল বাংলাদেশ। জবাবে তৃতীয় দিন শেষে বাংলাদেশের চেয়ে ৩১২ রানে পিছিয়ে ছিল স্বাগতিকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here