- এম, আবু সিদ্দিক
চরফ্যাশনের প্রথিতযশা লেখক ও কবি অধ্যক্ষ কায়সার আহমেদ দুলালের লেখা পথের পান্ডুলিপি, উপকূল সম্পাদকীয়, করোনায় বন্দীর জবানবন্দী, চরফ্যাশনে মুক্তিযুদ্ধ, পলিমাটির পদবাচ্য নামের পাঁচটি বইয়ের আনুষ্ঠানিক মোড়ক উম্মোচন করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি, ভোলা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি ।
উপকূলীয় জনপদের আলোকিত মানুষ ভোলা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ এম এম নজরুল ইসলামের ২৯ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার চরফ্যাশন ব্রজগোপাল টাউন হলে আয়োজিত অনুষ্ঠানে এই পাঁচটি বইয়ের মোড়ক উম্মোচন করা হয়।
চরফ্যাশনে এই প্রথম কোন লেখকের প্রকাশিত পাঁচটি বইয়ের মোড়ক উম্মোচন করলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারে কোন তথ্যমন্ত্রী।
বইয়ের মোড়ক উম্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভোলা জেলা প্রশাসক তৌফিক -ই-লাহী চৌধুরী, ভোলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।
সম্মানিত অতিথি ছিলেন চরফ্যাসন উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন , পৌর মেয়র মো: মোরশেদ , উপজেলা আওয়ামী লীগের সম্পাদক নুরুল ইসলাম ভিপি , চরফ্যাশন উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ আল নোমান ,ভোলা জেলা প্রেস ক্লাব সভাপতি হাবিবুর রহমান, চরফ্যাসন প্রেস ক্লাব সভাপতি অধ্যক্ষ আবুল হাসেম মহাজন, প্রেসক্লাব সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র।
উল্লেখ্য, লেখক কায়সার আহমেদ দুলাল ভোলা জেলার দক্ষিনাঞ্চলের ঐতিহ্যবাহি চরফ্যাশন সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন শেষে অতিসম্প্রতি চাকুরি শেষে অবসর নেন।