নিজস্ব প্রতিবেদক
উপকূল জনপদের আলোকিত মানুষ চরফ্যাশন ও মনপুরার সাবেক সংসদ সদস্য মিয়া মোহাম্মদ নজরুল ইসলাম এর ২৯ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবর জিয়ারত ও স্মৃতি সমাধিতে বিনম্র শ্রদ্ধাজ্ঞাপন করেছে চরফ্যাশন প্রেসক্লাব। একই সাথে সকাল থেকে বিভিন্ন সংগঠন ফুল দিয়ে তাঁর কবরে শ্রদ্ধা নিবেদন করে।
চরফ্যাসন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহম্মেদ শুভ্র’র নেতৃত্বে সাংবাদিকরা ১৭ সেপ্টেম্বর (শুক্রবার) সকাল ৯ টায় চরফ্যাসন সরকারি কলেজ প্রাঙ্গণে চিরনিদ্রায় শায়িত গণমানুষের নেতা পাললিক মৃত্তিকার সন্তান আলোকিত মানুষ অধ্যক্ষ মিয়া মোহাম্মদ নজরুল ইসলামের কবরে ফুল দিয়ে এ শ্রদ্ধা জানায়।
এসময় সাংবাদিকরা তার কবর জিয়ারত করেন, ফাতেহা পাঠ ও দোয়া-মোনাজাত করেন।
১৯৯২ সালের ১৭সেপ্টেম্বর হৃদ ক্রিয়া বন্ধ হয়ে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।