নিজস্ব প্রতিবেদক
চরফ্যাশন সরকারি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, সাবেক এমপি, প্রাজ্ঞ রাজনীতিবিদ, আলোকিত মানুষ এম এম নজরুল ইসলাম’র স্মরণে এসটিএস হাসপাতালে দুই দিন ব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
অধ্যক্ষ নজরুল ইসলাম’র মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এসটিএস হাসপাতাল কর্তৃপক্ষ ১৭ ও ১৮ সেপ্টেম্বর এই ফ্রি মেডিকেল ক্যাম্প এর আয়োজন করে ।
১৩ জন দক্ষ্য চিকিৎসক দুই দিনে ২৫০ জন রোগীকে ফ্রি চিকিৎসা দিয়েছেন বলে হাসপাতাল সুত্রে জানা গেছে।
ফ্রি চিকিৎসা নিতে আসা একাধিক রোগীর সঙ্গে আলাপকালে তারা জানায়, ডাক্তারের ভিজিটের টাকা না থাকায় অসুস্থ্য হয়েও চিকিৎসা নিতে পারছিলাম না, ক্যাম্পে এসে ফ্রি চিকিৎসা নিতে পেরে উপকৃত হয়েছি।
হাসপাতালটির চেয়ারম্যান বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) মো. মজিবুর রহমান জানান, গ্রামগঞ্জের গরীব অসহায় রোগীদের জন্য বিশেষ বিশেষ দিনে তাদের এধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।