অনলাইন পোর্টাল ‘সংবাদ চিত্র’র যাত্রা শুরু

1
13

নিজস্ব প্রতিবেদক

চরফ্যাশন থেকে “সংবাদ চিত্র” নামে আরো একটি অনলাইন নিউজ পোর্টালের আনুষ্ঠানিক যাত্রা শুরু
হয়েছে।

চরফ্যাশনের সাংবাদিক এম আবু সিদ্দিক এর সম্পাদনা ও প্রকাশনায় ১৬ ডিসেন্বর মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে চরফ্যাশন প্রেসক্লাবের হলরুমে কেক কেটে সংবাদ চিত্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন চরফ্যাশন পৌরসভার মেয়র মোঃ মোরশেদ।

চরফ্যাশন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র’র সভাপতিত্বে এ উপলক্ষে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চরফ্যাশন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ কায়সার আহমেদ দুলাল, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অধ্যাপক জামাল উদ্দিন মহাজন, চরফ্যাশন কারামাতিয়া কামিল মাদ্রাসার নব নিযুক্ত অধ্যক্ষ মাওলানা নুরুল আমিন, পৌর কাউন্সিলর আকতারুল আলম সামু, প্রেসক্লাবের নির্বাহী সদস্য দিনকাল প্রতিনিধি কামাল মিয়াজি, সংগ্রাম প্রতিনিধি এম লোকমান হোসেন, সংবাদ কর্মী ও শিক্ষক নেসার নয়ন, কালের কন্ঠ প্রতিনিধি কামরুল সিকদার, খবরপএ প্রতিনিধি অশেক শাহ,আজকের পএিকা প্রতিনিধি এস আই মুকুল, সংবাদ প্রতিদিন নুরুউল্ল্যাহ ভূইয়া, ভোরের কাগজ প্রতিনিধি এ আর সোয়েব চৌধুরী,খোলা কাগজ জিহাদুল ইসলাম। এছাড়াও চরফ্যাশন উপজেলার কর্মরত ও অনলাইন টিভি এবং বিভিন্ন পোর্টালের সাংবাদিকরা। এছাড়াও শিক্ষক, সমাজকর্মী এনজিও কর্মিসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি পৌর মেয়র বলেন, একটি পত্রিকা হচ্ছে সমাজের দর্পন। গণমাধ্যমকর্মিরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের প্রতিচ্ছবি জনগণের সামনে তুলে ধরতে পারেন। সমাজের নানা রকম অসঙ্গতি সংবাদপত্রে প্রকাশের মাধ্যমে সংশোধনের সুযোগ করে দিতে পারেন। আমার বিশ্বাস বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে নতুন অনলাইন পত্রিকা সংবাদ চিত্র হবে গণমানুষের কন্ঠস্বর।

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here