ক্রীড়া প্রতিবেদক
রিশাভ পান্ট এর ব্যাটিংয়ের ধরন নিয়ে বরাবরই প্রশ্ন ওঠে। দক্ষিণ আফ্রিকা সিরিজেও ব্যতিক্রম নয়। পরিস্থিতি যেমনই হোক আগ্রাসী ব্যাটিং থেকে পিছু হটেন না। গতকাল (১৩ জানুয়ারি) কেপটাউনে দারুণ এক সেঞ্চুরি করে যেন প্রশ্ন তোলা সমালোচকদের জবাব দিয়ে দিলেন তিনি।
প্রথম এশিয়ান উইকেটরক্ষক ব্যাটার হিসেবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মাটিতে সেঞ্চুরি করলেন তিনি। তার অপরাজিত ১০০ রানের ইনিংসেই সিরিজ-নির্ধারণী টেস্টে অন্তত লড়াই করার পুঁজি পায় ভারত। দ্বিতীয় ইনিংসে ১৯৮ রানে গুটিয়ে গিয়ে প্রোটিয়াদের ২১২ রানের লক্ষ্য দিয়েছে সফরকারীরা।
দক্ষিণ আফ্রিকার হয়ে মার্কো ইয়ানসেন চারটি, কাগিসো রাবাদা ও লুঙ্গি এনগিদি ৩টি উইকেট নেন। কেপটাউনে সবশেষ ২০০-এর বেশি রানের লক্ষ্য পাড়ি দেওয়ার নজির ১১ বছর আগে। তৃতীয় দিন শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ২ উইকেট হারিয়ে ১০১ রান। ৪৮ রানে ব্যাট অপরাজিত আছেন কিগান পিটারসেন।
এর আগে দুই ইনিংসে অলআউট হয়ে অন্যরকম এক বিশ্বরেকর্ড গড়লো বিরাট কোহলির দল। তাদের সব ব্যাটারই দুই ইনিংসে ক্যাচ আউট হয়েছেন। অতীতে কোনো টেস্টে এমন নজির দেখা যায়নি।