‘অমানুষ’ সেন্সরে পাস হলো সংশোধন করে

0
7

বিনোদন প্রতিবেদক
দ্বিতীয়বারে সেন্সরে পাস হলো অনন্য মামুনের ‘অমানুষ’। বৃহস্পতিবার পুনরায় ছবিটি দেখে কোনো সংশোধনী ছাড়াই ছাড়পত্র দেন সেন্সর বোর্ডের সদস্যরা। ১৬ নভেম্বর ছবিটি দেখে একটি সংশোধনী দেয় সেন্সর বোর্ড।

অনন্য মামুন বলেন, ‘বড় রকমের কোনো সংশোধনী ছিল না। ছবির মধ্যে নওশাবার একটি দৃশ্যের ব্যাকগ্রাউন্ড মিউজিকটি পরিবর্তন করতে বলেছিলেন সেন্সর বোর্ডের সদস্যরা। ঠিকঠাক করে পরের দিনই জমা দিয়েছিলাম।’

সেন্সরে পাস হওয়ার খবরে দারুণ খুশি ছবির নায়ক নিরব। তিনি বলেন, ‘ছবিটি দেখার পর সেন্সর বোর্ডের অন্যতম সদস্য খোরশেদ আলম খসরু ফোন দিয়ে আমার অভিনয় ও ছবির প্রশংসা করেছেন। এটি আমার জন্য বড় পাওয়া। এ ছবিতে আমি প্রচুর পরিশ্রম করেছিলাম। পরিচালক এই ছবিতে আমাকে একেবারই অন্যরকমভাবে উপস্থাপন করেছেন। আগে কোনো ছবিতে দর্শকেরা এভাবে আমাকে দেখেননি।’

অনন্য মামুনের চিত্রনাট্যে ছবিতে আরও অভিনয় করেছেন মিথিলা, নওশাবা, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, ডন, আনন্দ খালেদ প্রমুখ।
চলতি বছর মার্চ মাসে ছবির শুটিং শুরু হয়, শেষ হয় এপ্রিলে। পরিচালক জানান, আগামী ডিসেম্বরের শেষ নাগাদ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি দেয়ার পরিকল্পনা আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here