আন্তর্জাতিক ডেস্ক
অস্ট্রেলিয়ায় দৈনিক তাপমাত্রায় নতুন রেকর্ড তৈরী হয়েছে। পশ্চিম-অস্ট্রেলিয়ার উপকূলীয় শহর অনস্লোয় গতকাল বৃহস্পতিবার তাপমাত্রা রেকর্ড হয়েছে ৫০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এর মধ্য দিয়ে ৬০ বছরের রেকর্ড ভেঙে গেল। এর আগে ১৯৬২ সালে সাউথ অস্ট্রেলিয়ায় এই তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। বিবিসি।
পূর্বাভাসে বলা হয়েছে, অনস্লো ও এর আশপাশের এলাকায় আজ শুক্রবার আবারও তাপমাত্রার নতুন রেকর্ড হতে পারে।
কয়েক বছর ধরে বিরূপ আবহাওয়া বিরাজ করছে অস্ট্রেলিয়ায়। ডিসেম্বরে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় দাবানল ছড়িয়েছে। এর মধ্যে একটি দাবানল ছড়িয়েছিল মারগার্টে নদীতীরবর্তী এলাকায়। এতে ছয় হাজার হেক্টরের বেশি বনাঞ্চল পুড়েছে।
আবহাওয়া ব্যুরো জানিয়েছে,বছরের এই সময়টায় অনস্লোর গড় তাপমাত্রা থাকে ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল স্থানীয় সময় বেলা আড়াইটার দিকে সেখানকার তাপমাত্রা ছিল ৫০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
অনস্লোর পরিস্থিতি তুলে ধরে সেখানকার বাসিন্দা মার্ক ব্যারেট বলেন, তাপমাত্রা বেশি হওয়ায় তাঁদের অফিসের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র কাজ করছে না। আবহাওয়ার এই পরিস্থিতির জন্য তাঁরা চাপের মধ্যে রয়েছেন, এতে কোনো সন্দেহ নেই।

























