আইপিএলের বাকি অংশ ইংল্যান্ডে করার প্রস্তাব

0
5

ক্রীড়া প্রতিবেদক
আইপিএলের অসমাপ্ত বাকি অংশ ইংল্যান্ডে হওয়ার সম্ভাবনা রয়েছে। ইংল্যান্ডের চার কাউন্টি দল নিজেদের মাঠে ফ্রাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে বড় আসর আয়োজনের প্রস্তাব ভারতীয় ক্রিকেট বোর্ডকে জানিয়েছে।

আইপিএলের এ আসরে সর্বমোট ২৯টি ম্যাচ খেলা হয়েছে। প্লে-অফসহ বাকি আরও ৩১টি ম্যাচ। ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে যতো দ্রুত সম্ভব তারা বাকি অংশের আয়োজন করবে। এমন পরিস্থিতিতে দারুণ এক প্রস্তাব এলো ইংল্যান্ড থেকে। সে দেশের একাধিক কাউন্টি ক্লাব তাদের ভেন্যুতে আইপিএলের ম্যাচ আয়োজন করার আগ্রহ প্রকাশ করেছে। সেটা তারা চায় চলতি বছরের সেপ্টেম্বরে করতে।

এমসিসি, সারে, ওয়ারউইকশায়ার এবং ল্যাঙ্কাশায়ার- এই চার কাউন্টি দল নিজেদের মাঠে আইপিএল আয়োজন করতে ইচ্ছুক। প্রতিটি কাউন্টির পক্ষ থেকেই ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে চিঠি পাঠিয়ে অনুরোধ করা হয়েছে। বিষয়টি চূড়ান্ত হলে ইংল্যান্ডের মাঠে দর্শকের সামনে অনুষ্ঠিত হতে পারে আইপিএল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here