আজ ঢাকায় আসছে নিউজিল্যান্ড ক্রিকেট দল

0
6

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আজ মঙ্গলবার (২৪ আগস্ট) ঢাকায় আসছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। স্থানীয় সময় বিকেলে একটি বাণিজ্যিক ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে তারা।

জানা গেছে, বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে কিউই দলটিকে সরাসরি টিম হোটেলে নিয়ে আসা হবে। সেখানে তারা তিন দিনের কোয়ারেন্টিনে থাকবেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রতিশ্রুতি দিয়েছে, চলতি মাসে বাংলাদেশ সফর করে যাওয়া অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে যে সব সুযোগ-সুবিধা দেয়া হয়েছিল, তার সবগুলোই পাবে নিউজিল্যান্ড দল। আতিথ্যেতায় কোনো কমতি রাখা হবে না।

কোয়ারেন্টিন পর্ব ও কোভিড-১৯ পরীক্ষা শেষে আগামী শুক্রবার থেকে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করবে সফরকারীরা।

আগামী ১ সেপ্টেম্বর থেকে উভয় দলের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ শুরু হবে। ১, ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। সবগুলোই মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here