নিজস্ব প্রতিবেদক
আজ রোববার (৫ সেপ্টেম্বর) থেকে ঢাকা-কলকাতা রুটে রুটে বিমানের ফ্লাইট পরিচালনা হবে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান জানায়, আজ ৫ সেপ্টেম্বর ঢাকা-কলকাতা-ঢাকা রুটে এবং ৮ সেপ্টেম্বর ঢাকা-দিল্লি-ঢাকা রুটে বিমানের ফ্লাইট সূচি ঘোষণা করা হয়েছে। এছাড়াও ঢাকা-কলকাতা রুটে সপ্তাহে প্রতি মঙ্গল ও বৃহস্পতিবার এবং ঢাকা-দিল্লি রুটে সপ্তাহে প্রতি রোব ও বুধবার বিমানের ফ্লাইট পরিচালনা হবে।
এরআগে শুক্রবার রাতে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) দেওয়া এক নির্দেশনায় বলা হয়েছে, এয়ার বাবল চুক্তির আওতায় দুই দেশের মধ্যে ফ্লাইট চালুর বিষয়ে ভারতের বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের দেওয়া প্রস্তাব গ্রহণ করেছে বেবিচক।