আজ থেকে স্বাভাবিক পাঠদানে ফিরছে শিক্ষাপ্রতিষ্ঠান

0
5

নিজস্ব প্রতিবেদক
অবশেষে আজ মঙ্গলবার থেকে স্বাভাবিক পাঠদানে ফিরছে দেশের সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান। ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে গতকাল এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তবে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে। এর আগে ২ মার্চ থেকে দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে স্বাভাবিক পাঠদান শুরু হয়।

করোনা ভাইরাসের সংক্রমণের পর ২০২০ সালের ১৭ মার্চ থেকে দেশের সব স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়।

সবশেষ গত ২২ ফেব্রুয়ারি থেকে ক্লাস শুরু করা হয়েছে। এ ধাপে করোনা টিকার দুটি ডোজ নেওয়া শিক্ষার্থীদের ক্লাসে আসতে নির্দেশনা দেয়া হয়েছে। অন্যদের বাড়িতে বসে অনলাইনে ক্লাস করতে বলা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে স্কুল-কলেজে পাঠদান করতে নির্দেশও দেয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ থেকে স্বাভাবিক পাঠদান শুরু হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here