আটলান্টিক মহাসাগরে বিপুল সংখ্যক মৃত মাছ: তদন্ত শুরু

0
11

আন্তর্জাতিক ডেস্ক
সি শেফার্ডের তোলা ছবিতে ফ্রান্সের পশ্চিমাঞ্চলীয় উপকূলের বে অব বিসকেতে ভাসমান মৃত মাছ।সি শেফার্ডের তোলা ছবিতে ফ্রান্সের পশ্চিমাঞ্চলীয় উপকূলের বে অব বিসকেতে ভাসমান মৃত মাছ।

ফ্রান্সের অদূরে বড় একটি ট্রলারে করে আটলান্টিক মহাসাগরে বিপুল সংখ্যক মৃত মাছ ফেলে দেওয়ার ভিডিও ও ছবি প্রকাশ করেছে দেশটির একটি পরিবেশবাদী গ্ৰুপ। এই ভিডিও ও ছবি প্রকাশের পর তদন্ত শুরু করেছে ফ্রান্স ও ইউরোপীয় ইউনিয়ন।

সি শেফার্ড নামের গ্ৰুপটির তোলা ছবিতে ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় উপকূলের বে অব বিসকেতে প্রচুর মৃত ব্লু ওয়াইটিং মাছ ভাসতে দেখা যায়। গ্ৰুপটির অনুমান সেখানে ছিল প্রায় এক লাখ মৃত মাছ।

ছবিগুলো দেখে ফরাসি সামুদ্রিক বিষয়ক মন্ত্রী অনিক জিরারদিন শুক্রবার (৪ জানুয়ারি) টুইটারে জানান যে আসলে কি ঘটেছিলো তা তদন্ত করতে তিনি ন্যাশনাল সেন্টার ফর ফিশিং সার্ভেলেন্স দপ্তরকে নির্দেশ দিয়েছেন।

পরিবেশ বিষয়ক ইউরোপিয়ান কমিশনার ভার্জিনিজুস্ সিঙ্কেভিসিএস জানায়, জাহাজটি কোন দেশের পতাকাবাহী সে সম্পর্কে তদন্ত করা হচ্ছে।

পেলাজিক ফ্রিজার এসোসিয়েশন লিথুয়ানিয়া রেজিস্ট্রিকৃত ট্রলার ‘‘মারগিরিস’’ এর প্রতিনিধিত্ব করে থাকে, যারা এসব মাছগুলি ধরেছিল, এক বিবৃতিতে বলেছে যে ট্রলারের জাল ছিঁড়ে যাওয়ায় বৃহস্পতিবার অনিচ্ছাকৃতভাবে সাগরে মাছগুলো ছেড়ে দেয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here