আফগানদের সঙ্গে সিরিজই বাতিল করে দিল অস্ট্রেলিয়া

0
1

ক্রীড়া প্রতিবেদক

আফগানদের সঙ্গে সিরিজই বাতিল করে দিল অস্ট্রেলিয়া। আইপিএল খেলারই চিন্তা ছিল স্মিথ-ওয়ার্নারদের। কিন্তু জাতীয় দলের খেলা থাকার কারণে অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা আইপিএল খেলতে পারবেন কি না তা নিয়ে ছিল সংশয়।

ভারতের মাটিতেই আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার। কিন্তু আফগানিস্তানে বিরাজমান পরিস্থিতির কারণে এই সিরিজ মাঠে গড়ানো অসম্ভব।

যে কারণে আফগানিস্তান ক্রিকেট বোর্ড এবং অস্ট্রেলিয়া ক্রিকেট – উভয়ই একসঙ্গে ঘোষণা দিয়েছে সিরিজটি বাতিল করা হলো। কারণ, ভারতের মাটিতে হলেও সিরিজ আয়োজনের জন্য প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট দেয়া সম্ভব নয়।

এমন পরিস্থিতিতে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের জন্য আইপিএলের দ্বিতীয় পর্বে খেলার পথ পুরোপুরি খুলে গেলো। অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড থেকেই জানিয়ে দেয়া হলো তাদের ক্রিকেটাররা আইপিএলের দ্বিতীয় পর্বে অংশ নিতে পারবে। এ জন্য তাদের সামনে আর কোনো বাধা রইলো না।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here