আন্তর্জাতিক ডেস্ক
আফগানিস্তানে তুর্কি সামরিক উপস্থিতি বৃদ্ধির বিষয়ে সতর্কবার্তা উচ্চারণ করেছে তালেবান। গোষ্ঠীটি বলেছে, মার্কিন বাহিনী যখন আফগানিস্তান ছাড়ছে, তখন তুরস্কের এ ধরনের সিদ্ধান্ত নিন্দনীয়।
তালেবানের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘তুরস্কের এই সিদ্ধান্ত অপরিণামদর্শী। এটি আফগানিস্তানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার লঙ্ঘন। এটি আমাদের জাতীয় স্বার্থবিরোধী।’ আগামী মাসে বিদেশি বাহিনী আফগানিস্তান ছাড়ার পর তুরস্কের কাবুল বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব নেওয়ার ব্যাপারে সম্প্রতি ওয়াশিংটনের সঙ্গে একমত হয় আঙ্কারা।
গত ৯ জুলাই তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান জানান, তার দেশের সেনারা কীভাবে এই বিমানবন্দরের নিরাপত্তা রক্ষা করবে তার সব দিক নিয়ে বিস্তারিত চুক্তি হয়েছে। এরদোয়ান বলেন, বিষয়টি নিয়ে তুরস্ক ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রীদের মধ্যে কথা হয়েছে। সেখানে আমরা জানিয়ে দিয়েছি, আমরা কতটুকু দায়িত্ব গ্রহণ করব এবং কতটুকু করতে পারব না।
তুর্কি প্রেসিডেন্টের ঐ ঘোষণার কয়েক দিনের মাথায় মঙ্গলবার আফগানিস্তানে তুরস্কের সামরিক উপস্থিতি নিয়ে ফের নিজেদের অবস্থান পরিষ্কার করল তালেবান।