আন্তর্জাতিক ডেস্ক
আফগানিস্তানে শান্তি আনতে চীন গঠনমূলক ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেছেন তালেবান মুখপাত্র সুহাইল শাহীন। একইসঙ্গে দেশ পুনর্গঠনে ও উন্নয়নে চীন উল্লেখযোগ্য অবদান রাখবে বলেও মনে করেন তিনি। এনডিটিভি।
খবরে বলা হয়, সিজিটিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তালেবান মুখপাত্র বলেছেন, চীন একটি বিশাল দেশ যার বিশাল অর্থনীতি এবং ক্ষমতা রয়েছে। আমি মনে করি তারা আফগানিস্তানের পুনর্গঠন, পুনর্বাসন ও পুনর্নির্মাণে অনেক বড় ভূমিকা রাখতে পারে।
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গত মাসে চীনের উত্তরাঞ্চলীয় বন্দর নগরী তিয়ানজিনে তালেবান প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে তিনি বলেন, তিনি আশা করেন আফগানিস্তান একটি মধ্যপন্থী ইসলামী নীতি গ্রহণ করতে পারে।