আমিনুল সরমানের জানাজায় অংশ গ্রহণের আহবান

0
24

নিজস্ব প্রতিবেদক

চরফ্যাশন উপজেলার ঐতিহ্যবাহী সরমান পরিবারের রত্ন, প্রনীণ আইনজীবী চরমাদ্রাজ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, চরফ্যাশন জজ কোর্টের সাবেক এডিশনাল পিপি, আলহাজ্ব এ্যাডভোকেট মাও: আমিনুল ইসলাম সরমান চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৮:৩০ মিনিটের সময় ঢাকায় ডেল্টা হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজেউন।

পারিবারিক সূত্র জানায়, তাঁর লাশ আজ সন্ধ্যায় ঢাকা থেকে সড়ক পথে মাওয়া, পদ্মাসেতু, বারিশাল, ভোলা হয়ে চরফ্যাশন পৌঁছুবে।
তার নামাজে জানাজা আমাগমীকাল মঙ্গলবার চরফ্যাশন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৯:০০ টায় এবং মাদ্রাজ সরমান বাড়ির দরজায় সকাল ১০:০০ টায় অনুষ্ঠিত হবে।

মরহুমের জানাজায় সকল ধর্মপ্রাণ মুসলমানকে উপস্থিত হওয়ার জন্য তাঁর ভাই চরমাদ্রাজ আওয়ামী লীগের সেক্রেটারী মো: জসিম উদ্দিন সরমান, অধ্যক্ষ মো: হুমায়ুন সরমান, তার ছেলে পুলিশ ইন্সপেক্টর মুজাহিদুল ইসলাম তারেকসহ মরহুমের পরিবারবর্গ অনুরোধ জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here