আমেরিকার স্বাধীনতা দিবসের প্যারেডে বন্দুক হামলা: নিহত ৬, আহত ১৬

0
7

আন্তর্জাতিক ডেস্ক
আমেরিকার শিকাগোতে ৪ জুলাই সোমবার যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের প্যারেডে গুলিবর্ষণে অন্তত ৬ জন নিহত হয়েছেন। স্থানীয় হাইল্যান্ড পার্কে এই হামলা হয়। কর্মকর্তারা জানিয়েছেন এতে ৬ জন নিহত ও ১৬ জন আহত হয়েছে। আহতদের হাসপাতালে নেয়া হয়েছে। রয়টার্স।

খবরে বলা হয়েছে, বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত আছেন। হাইল্যান্ড পার্ক ও এর আশেপাশের এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে।

প্রত্যক্ষদর্শী আমারানি গার্সিয়া নিজের ছোট মেয়েকে নিয়ে প্যারেডে অংশ নিচ্ছিলেন। তিনি জানান, কাছেই গুলির শব্দ শুনেন। এরপর কিছুক্ষণ বন্ধ ছিল। গুলি রিলোড করা হচ্ছিল বলে তার ধারণা। পরে আরও গুলির শব্দ শুনতে পান তিনি। তিনি জানান, মানুষ চিৎকার করছিল ও দৌড়াচ্ছিল। আমি খুব ভয়ে ছিলাম। একটি ছোট দোকানে মেয়েকে নিয়ে লুকিয়ে পড়ি। আমার মনে হচ্ছিল আমরা আর নিরাপদ নই।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তাদের ধারণা গুলিবর্ষণকারী একটি দোকানের ছাদে অবস্থান নিয়েছিল এবং প্যারেডের জমায়েত লক্ষ্য করে গুলি করে সে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, প্যারেডের ব্যান্ড ও অংশগ্রহণকারীদের শৃঙ্খলা হঠাৎ করে ভেঙে যায়। বড় ধরনের কয়েকটি শব্দ শোনার পর লোকজন দৌড়াতে শুরু করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here