আরও দুঃস্বপ্ন নিয়ে আসছে করোনাভাইরাস: নিউ ইয়র্ক টাইমস

0
2

আন্তর্জাতিক ডেস্ক
বিশ্বের বিভিন্ন অংশে করোনাভাইরাসের সংক্রমণ আবার বাড়ছে।

করোনার সংক্রমণ নতুন করে বৃদ্ধির জন্য অতি সংক্রামক ডেল্টাসহ অন্যান্য ধরন ভূমিকা রাখছে। ইতিমধ্যে প্রায় ১০০ দেশে অতিসংক্রামক ডেল্টা ধরনের অস্তিত্ব পাওয়া গেছে। এই ধরন আগামী কয়েক মাসে পুরো বিশ্বেই ছড়াতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসও গত বুধবার এক প্রতিবেদনে বলেছে, আরও দুঃস্বপ্ন নিয়ে ফিরে আসছে করোনাভাইরাস।

নিউ ইয়র্ক টাইমস বলছে, অনেক দেশ ভেবেছিল তারা করোনার সবচেয়ে বাজে পরিস্থিতি দেখে ফেলেছে। কিন্তু তারা এখন আবার করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি দেখছে। বিশেষ করে বিভিন্ন দেশে করোনার ডেল্টা ধরনের বিস্তার বাড়ছে।

উদাহরণ হিসেবে নিউ ইয়র্ক টাইমস বলছে, ইন্দোনেশিয়ায় রাতের বেলাতেও কবর খুঁড়ছেন লাশ সৎকারকারীরা। সেখানে অক্সিজেনের পাশাপাশি টিকার সংকট প্রকট।

ইউরোপের বিভিন্ন দেশ আবার তাদের প্রবেশদ্বার বন্ধ করছে। কেউবা কঠোর কোয়ারেন্টাইন বিধি আরোপ বা ভ্রমণ নিষেধাজ্ঞা দিচ্ছে।

বাংলাদেশে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় ১ জুলাই থেকে আবার লকডাউন দেয়া হয়েছে।

দক্ষিণ কোরিয়া ও ইসরাইলের মতো দেশ করোনাকে অনেকাংশে নিয়ন্ত্রণে আনলেও এখন সেখানে নতুন করে এই ভাইরাসের গুচ্ছ সংক্রমণ দেখা যাচ্ছে।

অস্ট্রেলিয়ার কর্র্তৃপক্ষ তাদের দেশের লাখো অধিবাসীকে ঘরে অবস্থান করতে নির্দেশ দিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here