ক্রীড়া প্রতিবেদক
আর্জেন্টিনা সৌদি আরব ম্যাচ ঘিরে মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র- টিএসসিতে ছিল ব্যাপক উন্মাদনা।
আর্জেন্টিনা-সৌদি আরবের মধ্যেকার খেলাকে ঘিরে এখানে জড়ো হয় হাজার হাজার তরুন-তরুনী।
এদের বেশির ভাগই ছিলো আর্জেন্টিনার সাপোর্টার। প্রথম আনন্দের বন্যা বইলেও যখনআর্জেন্টিনা হেরে যায় তখন মন খারাপ করেন অনেইকেই। কাঁদতে দেখা গেছে অনেককেই।
উল্লেখ্য, টানা ৩৬ ম্যাচে জয়ী আর্জেন্টিনাকে মঙ্গলবার ২-১ গোলে পরাজিত করে সৌদি আরব।