আন্তর্জাতিক ডেস্ক
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আলোচনার জন্য রাশিয়াকে আহ্বান জানিয়েছেন। শনিবার (১৯ মার্চ) এক ভিডিও বার্তায় এ কথা বলেন তিনি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, ইউক্রেন সবসময় শান্তির জন্য সমাধান খুজেছে। নিরাপত্তা ইস্যুতে সৎ থেকেছে। সবাই শুনুন, বিশেষ করে মস্কোর মানুষ শুনবেন। আলোচনার সময় এসেছে, এখন আমাদের কথা বলতে হবে।
তিনি বলেন, ইউক্রেনের জন্য আঞ্চলিক অখণ্ডতা ও ন্যায়বিচার পুনরুদ্ধারের সময় এসেছে। যদি তা না হয়, তাহলে রাশিয়ার ক্ষতি এমন হবে যে এটি পুনরুদ্ধার করতে কয়েক প্রজন্ম লাগবে।