সাভার সংবাদদাতা
সাভারের আশুলিয়ায় একটি বাসাবাড়ির গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ হয়েছেন। তাদেরকে উদ্ধার করে ঢাকােমেডিক্যারের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
বুধবার (২জুন) ভোররাতে আশুলিয়ার ডেন্ডাবর এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন, হাকিম মিয়া (৪০), আদুরি বেগম (২৭), আউয়াল হোসেন (৩৫) ও আরফিয়া (১০)। তবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আজ ভোরে ওই বাড়িতে রান্নার সময় হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটলে তারা দগ্ধ হন। তাদের উদ্ধার করে সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রেফার্ড করা হয়েছে। দগ্ধদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।