এম আবু সিদ্দিক
চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে নির্মাণাধীন ‘বায়তুর তৌকির জামে মসজিদ’ আজ শুক্রবার জুমার নামাজের মধ্যে দিয়ে অনুষ্ঠানিক উদ্বোধন করা হচ্ছে। মসজিদটি উদ্ধোধন উপলক্ষে স্থানীয় ধর্মপ্রাণ মুসলিম এলাকাবাসীর মধ্যে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে।
অস্ট্রেলিয়া প্রবাসী বিশিষ্ঠ সাংবাদিক ফজলুল বারীর অর্থায়ণ এবং তার প্রয়াত ছেলে তৌকির তাহসিন বারী অমর্ত্যের স্মরণে অমর্ত্য ফাউন্ডেশন এর উদ্যোগে স্থানীয় ইয়াছিন হাওলাদার বাড়ির সামনে দোতলা এই মসজিদটি নির্মাণ করা হয়েছে।
এব্যাপারে মসজিদের মুসল্লি মো: নাজিম উদ্দিন বলেন, মসজিদটি নির্মাণের মধ্য দিয়ে গ্রামবাসীর স্বপ্ন পুরুণ করেছেন সাংবাদকি ফজলুল বারী। তিনি যে আশা করে মসজিদটি নির্মাণ করে দিয়েছেন, গ্রাম বাসী দোয়া করছেন আল্লাহ যেন তাঁর সে স্বপ্ন ও প্রত্যাশা পুরণ করেন।
এলাকাবাসী জানান, সাংবাদকি ফজলুল বারী একজন মহান ব্যাক্তি। কোরবানী এলে তার অর্থায়ণ ও অমর্ত্য ফাউন্ডেশন এর উদ্যোগে গ্রামের শতা শত গরীব দু:স্থ মানুষের মাঝে গরুর গোসত বিতরণ করা হয়। সম্প্রতি অমর্ত্য ফাউন্ডেশন স্থানীয় ২০০ শিশুকে শিক্ষা সহায়তা দিয়েছে, ঈদ উপলক্ষে ১০০ দুস্থ পরিবারের মাঝে শাড়ি-লুঙ্গি ও জুতা উপহার দিয়েছে। এলাকায় দিয়েছে টিউবয়েল বসিয়ে এলাকায় পানীয়-জলের ব্যবস্থা করছে।
অমর্ত্য ফাউণ্ডেশনের সেচ্ছাসেবী কর্মকর্তা কামরুল ইসলাম জাহাঙ্গীর জানান, এই ফাউণ্ডেশন এলাকায় গভীর নলকুপ স্থাপন, মসজিদ নির্মাণ ও মেরামতসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক কাজ করেছে। এমনকি মসজিদের ইমাম ও মোয়াজ্জিনের বেতন প্রদানের ব্যবস্থা করছে। এই মহতি উদ্যোগের জন্য দাতা ও ফাউণ্ডেশনের উদ্যোক্তাদের প্রতি এলাকাবাসী আজীবন কৃতজ্ঞ থাকবে।
এব্যাপারে ফজলুল বারী তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে লিখেছেন, ‘সুনামের জন্য নয়- দোয়ার জন্য এই সকল ধর্মীয় কাজগুলো করে যাচ্ছেন তিনি, এতে উপকৃত হলে তিনি ও তার ছেলের জন্য যেন মানুষ আজীবন দোয়া করেন।