আন্তর্জাতিক ডেস্ক
নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে ইংল্যান্ডে আন্তর্জাতিক ম্যাচেও দর্শক সংখ্যা বাড়ছে। লর্ডসে প্রথম টেস্টে ২৫ ভাগ এবং এজবাস্টন টেস্টে ৭০ ভাগ দর্শক মাঠে বসে খেলা দেখতে পারবেন বলে নিশ্চিত করেছে ইংলিশ ক্রিকেট বোর্ড (ইসিবি)।
জানা গেছে, এজবাস্টন টেস্টে প্রতিদিন ১৮ হাজার দর্শক মাঠে বসে খেলা দেখতে পারবেন। এই অনুমতি দিয়েছে দেশটির সরকার। তবে মাঠে ঢোকার সময় দর্শকদের ২৪ ঘণ্টা আগের কোভিড নেগেটিভ রিপোর্ট নিয়ে যেতে হবে। আর ১৬ বছরের নিচে কেউ মাঠে ঢুকতে পারবে না। শারীরিক দূরত্বসহ অন্যান্য কোভিড প্রোটোকল মেনে চলতে হবে।
এদিকে সিরিজের আগে ধাক্কা খেয়েছে ইংল্যান্ড দল। হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে উইকেটকিপার বেন ফোকস ছিটকে গেছেন দল থেকে। জনি বেয়ারেস্টো এবং জস বাটলারও টেস্ট সিরিজের দলে নেই। এছাড়া শুক্রবার কনুইয়ের অপারেশন হয়েছে জোফরা আর্চারের। কবে থেকে তিনি বোলিং করতে পারবেন তা এখনো নিশ্চিত নয়।