নিজস্ব প্রতিবেদক
চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক অসুস্থ্য মো: ইউনুস শরীফকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে বিএনপি মানবিক হেল্প সেল চরফ্যাশন।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর পক্ষে থেকে বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) ইউনুস শরীফ এর বাড়িতে গিয়ে এই অর্থ সহায়তা হস্তান্তর করেন চরফ্যাশন বি্এনপি, এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন চরফ্যাসন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আলহাজ্ব মোতাহার হোসেন আলমগীর মালতিয়া, চরফ্যাশন পৌর যুবেলের সভাপতি হাজী জাহিদুল ইসলাম রাসেলসহ শশীভূষন থানা বিএনপি, রসুলপুর ইউনিয়ন বিএনপি, চরফ্যাশন পৌর যুবদল, চরফ্যাশন উপজেলা ও পৌর ছাত্রদল, ইউনিয়ন যুবদল, শ্রমিকদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ এবং বিএনপি মানবিক হেল্প সেল চরফ্যাসন এর কর্মীবৃন্দ।