মনির উদ্দিন চাষী
জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সদস্য, চরফ্যাশন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, ঢাকা সাব-এডিটরস কাউন্সিল-ডিএসইসি’র বহুবার বিপুল ভোটে নির্বাচিত জনপ্রিয় সাংবাদিক নেতা ইদ্রিস মাদ্রাজী চরফ্যাশনের কৃতি সন্তান। ছাত্র জীবনে ১৯৮২ সাল থেকেই সাংবাদিকতা, লেখালেখি নিয়ে ব্যস্তজীবন তাঁর। ১৯৯২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর (এমএসএস) সম্পন্ন করার পর ননস্টপ চলে তাঁর সংবাদ চর্চা। ১৯৮৩ সাল থেকে মফস্বল সাংবাদিকতা দিয়ে পেশায় হাতে খড়ি হলেও ১৯৯০ সালে মুক্তিযুদ্ধের স্বপক্ষের কাগজ দেশবাংলায় সহ-সম্পদক পদে (পার্টটাইম) চাকুরীতে যোগদান এবং ১৯৯২ সালে জাতীয় পর্যায়ে পূর্ণাঙ্গ পেশা হিসেবে সাংবাদিকতাকে গ্রহণ করেন তিনি। এরপর দেশজনতা, বাংলাবাজার পত্রিকাসহ বিভিন্ন জাতীয় দৈনিকে চলছে তাঁর আনসিন (Unseen) হিরো হিসেবে পেশাগত দক্ষতা অজর্ন। পাশা পাশি চলছে পেশাদার সাংবাদিকদের অধিকার আদায়, নেতৃত্ব দান ও নিষ্ঠাবান সাংবাদিক নেতৃত্ব তৈরীর আন্দোলন।
জাতীয় প্রেসক্লাবের অতিথিশালায় সাক্ষাত হলো তাঁর সাথে, আড্ডা হলো। অনেক স্মৃতি কথা শোনালেন। অবশেষে তাঁর একটি ছড়া তুলে দিলেন ’চরফ্যাশন সংবাদ’র পাঠকদের জন্যে।
Really great. We expect more and more…