ইসরাইলি জাহাজে ড্রোন হামলা করেছে ইরান: যুক্তরাষ্ট্র

0
2

আন্তর্জাতিক ডেস্ক
ওমানের পানিসীমায় ইসরাইলি মালিকাধীন একটি তেলবাহী জাহাজে ইরান ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র।

হোয়াইট হাউজে বুধবার দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এ দাবি করেন। তিনি বলেন, এমভি প্যাসিফিক জিরকন নামে ইসরাইলি জাহাজটিতে মঙ্গলবার ড্রোন হামলা চালায় ইরান। সিএনএন, আল-আরাবিয়া।

জাহাজটি আফ্রিকার দেশ লাইবেরিয়ার পতাকাবাহী ছিল।মঙ্গলবার ভোরে ওমান উপকূলের কাছে ওই তেলের জাহাজে হামলা হয়েছে। ইহুদিবাদী ইসরাইলের এক ব্যবসায়ী ও ধনকুবের জাহাজটির মালিক। ড্রোন হামলায় হতাহতের কোন তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের আগেই ইসরাইল দাবি করে আসছে, ইরান আত্মাঘাতী ড্রোন দিয়ে এ হামলা চালিয়েছে। তবে, এ ব্যাপারে ইরানের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। নৌবাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্ট একটি ব্রিটিশ সামরিক সংস্থা জানিয়েছে, এ বিষয়ে যুক্তরাজ্য অবহিত আছে এবং এ ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here