মাকসুদুর রহমান পারভেজ, লালমোহন (ভোলা)
পবিত্র ঈদ উল আজহা উপলক্ষ্য কোরবানির পশুহাট সামনে রেখে প্রায় ১৬ হাজার গরু, মহিষ, ছাগল ও ভেড়া প্রস্তুত করছেন লালমোহনের খামারিরা। তবে লকডাউনের কারণে ন্যায্য দাম নিয়ে শঙ্কায় পড়েছেন এখনকার ২১৮ জন ছোট-বড় খামারি। তারা বলছেন, গত বছরও কোরবানিতে গরুর দামে ধস নামে। এবার সঠিক দামের আশা থাকলেও করোনা আর লকডাউন বিপত্তি হয়ে দাঁড়াতে পারে। তবে উপজেলা প্রাণিসম্পদ অফিস বলছে, করোনার প্রভাব থাকলেও অনলাইনে গবাদি পশু বিক্রি করা যাবে।
লালমোহন উপজেলা প্রাণিসম্পদ অফিসের তথ্যানুযায়ী, উপজেলায় ছোট-বড় ও ব্যক্তি পর্যায়ে ক্ষুদ্র খামার রয়েছে ২১৮টি। এসব খামারে আসন্ন কোরবানির ঈদের জন্য প্রস্তুতকৃত গরু রয়েছে ১০ হাজার ৯৯০টি, মহিষ ৪০১টি, ছাগল ৩ হাজার ৪২০টি ও ভেড়া রয়েছে ২০৫ টি। এ উপজেলায় সরকারিভাবে কোনও খামার বা গরু মোটাতাজাকরণ প্রকল্প নেই। তবে কোরবানিকে সামনে রেখে গ্রামের অনেক মানুষ লাভের আশায় গরু-ছাগল পালন করেন।
খামারীরা জানান, গরু মোটা তাজাকরণে তারা কোনও ক্ষতিকারক ইঞ্জেকশন ব্যবহার করছেন না। উপজেলা প্রাণিসম্পদ দফতরের নির্দেশনানুযায়ী গরুর পরিচর্যা করেন তারা। কাঁচা ঘাস ও খইল-ভুসির মাধ্যমেই গরু মোটাতাজা করেন তারা।
স্থানীয় চরউমেদ ইউনিয়নে হারুন বেপারীর খামারে গরুর সংখ্যা ৪০টি। কোরবানি হাটের জন্য ১২/১৩ টি গরু প্রস্তুত রেখেছেন তিনি। এর মধ্যে সর্বোচ্চ দেড় লক্ষ টাকা দামের গরু রয়েছে । এছাড়াও এ ইউনিয়নে ছোট বড় খামারীদের রয়েছে প্রায় ৫শ গরু ।
উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের খামারী আবদুর রহমান হাটের জন্যে রেখেছেন ১২টি গরু। কোরবানিতে ৫টি গরু বিক্রি করবেন তিনি।
লালমোহন সদর ইউনিয়নের নুর ইসলামের রয়েছে ৩০টি গরু। এর এক একটি গরুর দাম প্রায় দেড় লাখ টাকা হাঁকানোর ভাবনা তাদের।
তাদের অভিযোগ উপজেলা প্রাণি সম্পদ অফিস থেকে কোনও সহযোগিতা পান না তারা, কোন প্রণোদনাও পাননি। ফোন না করলে অফিসের কেউ এসে খবরও নেয়না।
লালমোহন সদর ইউনিয়নের রিয়াজ, আকবরসহ আরও কয়েকজনের প্রায় ১০টি করে গরু রয়েছে। তবে লকডাউনের জন্য বাজার বন্ধ থাকায় হতাশ তারা।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আহসান উল্লাহ মানিক জানান, লকডাউনের কথা মাথায় রেখে আমাদের “অনলাইন পশুর হাট লালমোহন ভোলা” নামে পশুর হাট আছে, সেখান থেকেও পশু বিক্রি হবে।