নিজস্ব প্রতিবেদক
পবিত্র ঈদুল ফিতরের দিন দেশের ৪ জেলায় বজ্রপাতে ৮ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার টাঙ্গাইলের কালিহাতীতে নিউ ধলেশ্বরী নদীতে ঈদের নামাজের জন্য গোসল করতে গিয়ে ৩ জন, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও সরাইলে ১ জন করে, হবিগঞ্জের আজমিরীগঞ্জ ও শায়েস্তাগঞ্জে ১ করে ও মেহেরপুরে ১ জন মারা যান।
টাঙ্গাইল সংবাদদাতা জানান, টাঙ্গাইলের কালিহাতীতে নিউ ধলেশ্বরী নদীতে ঈদের নামাজের জন্য গোসল করতে গিয়ে বজ্রপাতে দুই স্কুল ছাত্রসহ তিন জন নিহত হয়েছে।
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা জানান, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বজ্রপাতে মো. রনি নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা জানান, বজ্রপাতে মাদ্রাসাছাত্র সাইফুল ইসলাম মেহদী (১৫) নিহত হয়েছে।
হবিগঞ্জ সংবাদদাতা জানান, হবিগঞ্জের আজমিরীগঞ্জে বজ্রপাতে শাহজাহান মিয়া (৬০) নামে একজন নিহত হয়েছেন। তিনি উপজেলার পৌর এলাকার নোয়ানগর গ্রামের বাসিন্দা।
শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা জানান, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ঈদের নামাজ পড়ে মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে এক যুবক নিহত হয়েছেন।
মেহেরপুর সংবাদদাতা জানান, মেহেরপুরে বজ্রপাতে আব্দুর রাজ্জাক নামের কৃষকের (৫৩) মৃত্যু হয়েছে। একই ঘটনায় মন্টু (৪৮) নামের একজন আহত হয়েছেন।