ঈদে লঞ্চের টিকে কিনতে লাগবে জাতীয় পরিচয়পত্র

0
10

নিজস্ব প্রতিবেদক
ঈদের সময় লঞ্চে ভ্রমণের ক্ষেত্রে যাত্রীদের জাতীয় পরিচয়পত্র দেখা ও তা সংরক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে।

রোববার নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নৌপথে স্টিমার, লঞ্চসহ জলযান সুষ্ঠুভাবে চলাচল, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণে যথাযথ কর্মপন্থা গ্রহণের লক্ষ্যে ঈদ ব্যবস্থাপনাবিষয়ক বৈঠক হয়। বৈঠকে জাতীয় পরিচয়পত্র সংরক্ষণ করাসহ বেশ কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়।

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বৈঠকে সভাপতিত্ব করেন। সভায় মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী, নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর আবু জাফর মো. জালালউদ্দিন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন (যাত্রী পরিবহন) সংস্থার সভাপতি মাহবুব উদ্দিন আহমেদ, লঞ্চ মালিক সমিতির সহসভাপতি শহীদুল ইসলাম ভূইয়া ছাড়াও বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি, নৌ পুলিশ, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও পুলিশ সুপাররা সরাসরি ও অনলাইনে অংশ নেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here