উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে হামলা: নিহত ৭

0
4

গোলাম আযম, কক্মবাজার
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে একটি মাদ্রাসায় দুষ্কৃতকারীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ঘটনাস্থলে চারজন এবং হাসপাতালে নেয়ার পর অপর তিনজন মারা যান।

শুক্রবার (২২ অক্টোবর) ভোর সোয়া ৪টার দিকে উখিয়ার এফডিএমএন ক্যাম্প-১৮ এইচ-৫২ ব্লকে অবস্থিত ‘দারুল উলুম নাদওয়াতুল ওলামা আল-ইসলামিয়াহ’ মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

ক্যাম্পে কর্মরত ৮ এপিবিএন উপ-অধিনায়ক কামরান হোসাইন এ তথ্য নিশ্চিত করে বলেন, প্রথমে দুই গ্রুপের গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা বলে মনে করা হলেও নিহত ও আহতদের অবস্থা দেখে এটি দুষ্কৃতিকারী হামলা বলে ধারনা করা হচ্ছে।

নিহত রোহিঙ্গারা হলেন, হাফেজ মো. ইদ্রীস (৩২), ইব্রাহীম হোসেন (২৪), আজিজুল হক (২২), মো. আমীন (৩২), নুর আলম ওরফে হালিম (৪৫), হামিদুল্লাহ (৫৫) ও নুর কায়সার (১৫)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here