উত্তরায় কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ৩
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর উত্তরায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলে থাকা এক নারীসহ তিন আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন- মোটরসাইকেল আরোহী এনামুল, হনুফা ও অনিক (১৮)।
আজ বৃহস্পতিবার (১৪ এপ্রিল) ভোর সাড়ে ৫ টার দিকে উত্তরা পশ্চিম থানার রবীন্দ্র সরণি রোডের আমির কমপ্লেক্সের সামনে এই দুর্ঘটনা ঘটে।
উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ মো. আখতারুজ্জামান ইলিয়াস এ তথ্য নিশ্চিত করে জানান, কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে কাভার্ডভ্যানের ধাক্কায় ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী হনুফা নাম এক নারী ও এনামুল মারা যান। এদের সঙ্গে থাকা অনিক (১৮) নামে একজনকে পুলিশ গুরুতর আহত অবস্থায় উদ্বার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে আজ সকাল ৮ টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় অনিক মারা যান।