এক ইলিশের দাম সাড়ে ৫ হাজার টাকা

0
15

তজুমদ্দিন সংবাদদাতা
ভোলার তজুমদ্দিন উপজেলায় মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ২ কেজি ৫০০ গ্রাম ওজনের বিশালাকৃতির এক ইলিশ। মাছটি ঘাটে তুলতেই এক নজর দেখতে সেখানে লোকজনের ভিড় জমে যায়।

জানা যায়, শুক্রবার (১ অক্টোবর) দুপুরে ভোলার তজুমদ্দিন মেঘনা নদীর তীরবর্তী শশীগঞ্জ স্লুইসগেট এলাকার জেলে আলমগীর মাঝির জালে ছোট ও মাঝারি আকারের পাঁচটি ইলিশের সঙ্গে ধরা পড়ে এই বিশাল ইলিশ মাছটিও।

বিকালে তজুমদ্দিন উপজেলার শশীগঞ্জ গ্রামের স্লুইসগেট এলাকার মাছঘাটে ফকরুল আলম জাহাঙ্গীর চেয়ারম্যানের আড়তে মাছটি ডাকে (নিলামে) তুললে মাছ ব্যবসায়ী কুট্টি ব্যাপারী ৫ হাজার ৫০০ টাকায় সেটি কিনে নেন।

এছাড়া বাকি পাঁচটি মাছ ৩ হাজার টাকায় ক্রয় করেন তিনি। কুট্টি ব্যাপারী বলেন, মৌসুমের শুরুর দিকে নদীতে বড় মাছের দেখা মেলেনি। এখন সপ্তাহখানেক হলো নদীতে বড় ইলিশের দেখা মিলছে। এই কয়েক দিনের মধ্যে এটাই ঘাটের সবচেয়ে বড় ইলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here