নিজস্ব প্রতিবেদক
১৬ ডিসেম্বর-২০২১ উদ্ধোধন করা হয়েছে নিউজ পোর্টাল ‘সংবাদ চিত্র’। সাংবাদিক এম আবু সিদ্দিকের সম্পাদনা ও প্রকাশনায় এটি প্রকাশিত হয়।শনিবার হবে এর মাসপূর্তি। প্রথম দিকে সংবাদ প্রকাশ কম হলেও ইদানিং পোর্টালটিতে নতুন নতুন সংবাদ পরিবেশিত হচ্ছে।
পোর্টালটি নিয়ে নতুনদের মধ্যে প্রবল আগ্রহ ও আলোচনা। এটি নিয়মিত দেখেন এমন একজন বিশিষ্ঠ পাঠক অধ্যাপক কামরুল আলম পোর্টালটি দেখে বললেন, ভালো উদ্যোগ, লক্ষ্য করছি ধীরে ধীরে প্রাণ পাচ্ছে ‘সাংবাদ চিত্র’।