‘অপ্রতিদ্বন্দ্বী’ নেতৃত্ব পাচ্ছে এফবিসিসিআই

0
2

নিজস্ব প্রতিবেদক
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের দ্বিবার্ষিক নির্বাচনে পরিচালকের পদ যতগুলো শেষ পর্যন্ত প্রার্থীও হয়েছেন ততজন।
ফলে আগামী ৫ মে হতে যাওয়া নির্বাচনে নেতৃত্ব বাছাইয়ে ব্যবসায়ীদের আর ভোট দিতে হবে না।
সোমবার নির্বাচন পরিচালনা বোর্ডের সদস্য শামসুল আলম বলেন, “পদের সমান প্রার্থী থাকায় নির্বাচনে আর ভোট গ্রহণের প্রয়োজন হবে না। তবে নিয়ম অনুযায়ী ৫ মে ভোটের দিনই চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।“

সোমবার তফসিল অনুযায়ী মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে চেম্বার গ্রুপের দুইজন এবং অ্যাসোসিয়েশন গ্রুপের দুইজন যোগ্যপ্রার্থী তাদেরকে প্রত্যাহার করে নিলে নির্বাচন হয়ে পড়ে প্রতিদ্বন্দ্বীতাহীন। এবার চেম্বার গ্রুপ থেকে ২৩টি এবং অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে ২৩টি পরিচালক পদে নির্বাচন হচ্ছে। বাছাইয়ের পর ৪৬টি পদের বিপরীতে উভয় গ্রুপ থেকে ২৫ জন করে মোট ৫০ জন বৈধ প্রার্থী ছিলেন। শেষ দিনে চেম্বার গ্রুপ থেকে মনোনয়ন প্রত্যাহার করেন ব্রাহ্মণবাড়িয়া চেম্বারের আজিজুল হক ও গাইবান্ধা চেম্বারের আবুল খায়ের মোরসালিন পারভেজ।

অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে মনোনয়ন প্রত্যাহার করেছেন ফ্লেক্সিবল প্যাকেজিং ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের আক্কাস মাহমুদ ও স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ ওনার্স অ্যাসোসিয়েশনের আলী জামান। পরিচালক পদে নির্বাচিতরা এরপর পর্ষদের সভাপতি এবং জ্যেষ্ঠ সহসভাপতি ও ছয় সহ-সভাপতি নির্বাচিত করবেন। তফসিল অনুযায়ী, আগামী ৭ মে এই নির্বাচন হওয়ার কথা। দেশে ব্যবসায়ীদের শীর্ষ এ সংগঠনের এবারের সভাপতি হিসেবে অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে পরিচালক হিসেবে মনোনীত বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিনের প্রতিদ্বন্দ্বীতা করার আলোচনা রয়েছে ব্যবসায়ী মহলে। বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান জসিম এর আগেও এই সংগঠনের সভাপতি হওয়ার আগ্রহ দেখিয়েছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here