ক্রীড়া প্রতিবেদক
দক্ষিণ কোরিয়ার গুয়াংজুতে এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিং স্টেজ-১-এ সাফল্য পেয়েছে বাংলাদেশ দল। শেষ দিনে কম্পাউন্ড মিশ্র দলগত ও পুরুষ দলগত ইভেন্টে রুপার পদক পেয়েছে বাংলাদেশ। এছাড়া রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টেও এসেছে ব্রোঞ্জ পদক।
৫ দিন ব্যাপী প্রতিযোগিতার শেষ দিনে কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টের ফাইনালে বাংলাদেশ হেরে যায় স্বাগতিক দক্ষিণ কোরিয়ার কাছে ১৪৬-১৫৫ স্কোরের ব্যবধানে। দেশের হয়ে খেলেছেন শেখ সজিব ও পুষ্পিতা জামান। কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টের ফাইনালেও বাংলাদেশ হারে স্বাগতিক দক্ষিণ কোরিয়ার কাছে। হারের ব্যবধান ২৩৫-২০৫। বাংলাদেশ দলের হয়ে খেলেছেন শেখ সজিব, হিমু বাছাড় ও আসিফ মাহমুদ।
এদিকে রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে বাংলাদেশের প্রদীপ্ত চাকমা ও রজনী আক্তার পেয়েছেন ব্রোঞ্জ পদক। আগামী ১৩ জুন রাতে দেশে ফিরবে বাংলাদেশ দলের সদস্যরা।