কঙ্কালটির মূল্য ৬৬ কোটি টাকা

0
4

আন্তর্জাতিক ডেস্ক
পৃথিবীতে আবিষ্কৃত সবচেয়ে বড় ট্রাইসেরাটপস ডায়নোসারের দেহাবশেষটি (কঙ্কাল) বিক্রি করা হয়েছে। নিলামে এর মূল্য উঠেছে ৭৭ লাখ ৪০ হাজার মার্কিন ডলারে। বাংলাদেশি মুদ্রায় যা ৬৬ কোটি ৩৭ লাখ ১৮ হাজার টাকা। সিএনএন।

খবরে বলা হয়, বৃহস্পতিবার (২১ অক্টোবর) ট্রাইসেরাটপস ডায়নোসারের দেহাবশেষটি নিলামে তোলা হয়। এটি নিলামে তোলে ড্রোআউট নামের একটি প্রতিষ্ঠান। ড্রোআউট প্রাথমিকভাবে ধারণা করেছিল, কঙ্কালটি ১২ থেকে ১৫ লাখ ডলারের মধ্যে বিক্রি হয়ে যাবে।

বিগ জন নামে পরিচিত এই ট্রাইসেরাটপস ডায়নোসারের দেহাবশেষটি যুক্তরাষ্ট্রের সাউথ ডাকোটায় পাওয়া গিয়েছিল। ২ দশমিক ৬২ মিটার লম্বা ও দুই মিটার চওড়া কঙ্কালটির খোঁজ ২০১৪ সালে পাওয়া যায়। ৬ কোটি ৬০ লাখ বছরের পুরোনো দেহাবশেষটির ৬০ শতাংশ ২০১৫ সালে উদ্ধার করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here