করোনায় মৃত্যু হঠাৎ ঊর্ধ্বমুখী, এক দিনে ৩৮ জন

0
7

নিজস্ব প্রতিবেদক
দেশে করোনা ভাইরাসে হঠাৎ মৃত্যু ঊর্ধ্বমুখী। সংক্রমণের তৃতীয় ঢেউয়ে এক দিনে সর্বোচ্চ মৃত্যু দেখল দেশ। গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৮ জনের মৃত্যু হয়েছে, যা গত ২০ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। এক দিনে এর চেয়ে বেশি মৃত্যুর খবর এসেছিল সর্বশেষ গত বছরের ১৯ সেপ্টেম্বর, সেদিন ৪৩ জনের মৃত্যু হয়েছিল।

গতকাল সাড়ে ৪৪ হাজারের বেশি নমুনা পরীক্ষা করে ৯ হাজার ৩৬৯ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। দেশে গত এক সপ্তাহে করোনা ভাইরাসে শনাক্ত রোগীর সংখ্যা আগের সপ্তাহের তুলনায় ২৩ দশমিক ৯ ভাগ কমেছে। তবে এক সপ্তাহে মৃত্যু বেড়েছে ৬১ ভাগ। স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে আক্রান্তদের মধ্যে বেশির ভাগই তরুণ, যাদের বয়স ২৫-৩৪ বছরের মধ্যে। আর যারা মারা যাচ্ছেন তারা বেশির ভাগই ষাটোর্ধ্ব বয়সি।

এ পর্যন্ত মোট ২৮ হাজার ৬২৭ মৃতের মধ্যে ৮০ ভাগই বয়স্ক ও টিকা নেননি। বিশেষজ্ঞরা বলছেন, তরুণরা বাইরে বেশি বের হচ্ছে, তাই করোনায় আক্রান্তও বেশি হচ্ছে। অন্যদিকে নানা শারীরিক জটিলতার কারণে বয়স্কদের মৃত্যুহার বেশি। করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে টিকা নেওয়ার পাশাপাশি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here